রাজশাহী অফিস:
রূপালী ব্যাংক রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখায় ডাকাতি ও প্রহরীর গলা কেটে হত্যা চেষ্টার ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ ঘটনায় শুক্রবার বিকেলে ব্যাংকের শাখা ম্যানেজার সোয়াইবুর রহমান বাদী হয়ে মতিহার থানায় মামলা করেছে।
তবে ঘটনাস্থল ও সিসিটিভির পাওয়া ফুটেজ পর্যবেক্ষন করে পুলিশ বলছে, সংঘবদ্ধ চক্র নয় একজন ব্যক্তি ব্যাংকে প্রবেশ করেছিলো। মুখে মেডিসিন মাস্ক পরিহিত ঐ যুবক রাত ১২টা ৩ মিনিটে ব্যাংকে প্রবেশ করে। এরপর দুদফায় প্রহরীর কক্ষে যেয়ে তাকে জখম করে। ব্যাংকের ভল্টের দেয়াল ভাঙার চেষ্টায় ব্যর্থ হলে চলে যায়।
পুলিশের দাবি, ঐ ব্যক্তিকে ধরতে পুলিশ, গোয়েন্দা পুলিশ ও র্যাবের একাধিক টিম তৎপর।
আহত ব্যাংকের নিরাপত্তা কর্মী লিটন রাজশাহী মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা জানিয়েছে, তিনি শংকামুক্ত নন।
Leave a reply