চুয়াডাঙ্গায় বজ্রপাতে তিন দিনমজুরের মৃত্যু, আহত-৪

|

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গায় বজ্রপাতে তিন দিনমজুরের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও চারজন। শনিবার বিকালে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খোরদ গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলো মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামের মকবুল হোসেনের ছেলে আলামিন (৩০), গোলাম রসুলের ছেলে হুদা (৩২) ও একই গ্রামের বরকত আলীর ছেলে হামিদুল ইসলাম (৩০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আলমডাঙ্গা উপজেলার খোরদ গ্রামে ৭/৮ জন দিনমজুর শনিবার সকাল থেকেই ট্রাকে কলাভর্তির কাজ করছিলেন। দুপুরের পর ওই এলাকায় শুরু হয় মুষলধারে বৃষ্টি শুরু হয়।

প্রত্যক্ষদর্শী লিয়াকত আলী নামে এক কৃষক ঘটনার বর্ণনা দিতে গিয়ে জানান, দুপুর সাড়ে ৩টার দিকে ওই এলাকায় বৃষ্টির সাথে সাথে বজ্রবৃষ্টি শুরু হয়। বৃষ্টি এড়াতে কলাভর্তিরত দিনমজুররা ট্রাকের কাছেই অবস্থান নেন। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটলে গুরুতর জখম হয় ৭ দিনমজুর। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা: সোনিয়া আহম্মেদ তাদের তিনজনকেই মৃত ঘোষণা করেন।

একই ঘটনায় আহত চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফেরেন।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান মুন্সি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ভারী বৃষ্টি ও বজ্রবৃষ্টির মধ্যে অসর্তকভাবে কাজ করার সময় প্রাকৃতিক এ দূর্যোগে এ হতাহতের ঘটনা ঘটেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply