রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার লক্ষ্যে মিয়ানমারে আড়াইশ’ ঘর নির্মাণ করে দিয়েছে ভারত সরকার। রাখাইনের অন্যতম সংঘাতপ্রবণ এলাকা- শোয়ে জার, কেইন শং তং এবং নান থার তং এলাকায় নির্মিত হয়েছে এসব ঘর।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, এরই মধ্যে মিয়ানমার সরকারের কাছে ঘরের মালিকানা হস্তান্তর করেছেন দেশটিতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সৌরভ কুমার।
প্রতিবেশী দেশে আশ্রিত রোহিঙ্গারা নিজ দেশে ফেরার পর থাকতে পারবেন এসব ঘরে। ৪০ বর্গমিটার আয়তনের ঘরগুলোর নকশা ভূমিকম্প-ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ নিরোধক।
২০১৭ সালে হওয়া পাঁচ বছর মেয়াদী আড়াই কোটি ডলারের একটি চুক্তির অংশ এই প্রকল্প; যাতে খরচ হয়েছে ১০ কোটি রুপি। ছোট ছোট গ্রাম, কালভার্ট ও স্কুলভবন নির্মাণসহ এমন আরও ২১টি প্রকল্পের জন্য নয়া দিল্লির কাছে তহবিল চেয়েছে ইয়াঙ্গুন- জানিয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়।
নিজ দেশে সেনা নিপীড়নের মুখে এখন পর্যন্ত বাংলাদেশে আশ্রিত ১১ লাখের বেশি রোহিঙ্গা মুসলিম। কিছুসংখ্যক মানুষ আশ্রয় নিয়েছে ভারতে।
Leave a reply