সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন সাহিত্যপ্রেমী। তিনি লিখেছেন অনেকগুলো বই। লিখেছেন কবিতা, আত্মজীবনীসহ অনেক প্রবন্ধের বই।
রাজনীতিবীদ কিংবা সেনাপ্রধানের জীবন ছাপিয়ে প্রকাশিত হয়ে পড়ে কবিতা ভাবনা ও কাব্য জীবনের প্রতি তীব্র আগ্রহ।
কবিতার বইগুলো হলো: ‘হে আমার দেশ’, ‘প্রেমের কবিতা’, ‘বৈশাখের কবিতা’, ‘ঈদের কবিতা’, ‘এক আকাশে সাত তারা’, ‘জীবন যখন যেমন’।
এছাড়া গানের বই ‘যে কবিতা সুর পেল’ প্রকাশিত হয়।
প্রবন্ধের বই সমূহ হলো, ‘যা ভেবেছি যা বলেছি’সংস্কার, উন্নয়ন ও অগ্রগতির নবযুগ, দেশ ও দশের কথা বলছি, যেখানে বর্ণমালা জ্বলে, What I Did and What I Want To Do।
এছাড়া তিনি লিখে গেছেন আত্মজীবনী। আত্মজীবনীমৃূলক বইগুলো হলো, আমার কর্ম আমার জীবন, সময়ের কথা এবং আত্মবিশ্লেষণ, জীবন-সন্ধ্যার সন্ধ্যাতারা।
Leave a reply