Site icon Jamuna Television

টানা আট দিন পর চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস শুরু

টানা আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম বন্দরের বহি:নোঙরে পণ্য খালাস শুরু হয়েছে। সমুদ্র কিছুটা স্বাভাবিক হওয়ায়, সকাল থেকে বহি:নোঙ্গরে যেতে শুরু করে লাইটার জাহাজ।

সপ্তাহের প্রথম কার্যদিবসে আবারো কর্মমুখর হয়ে উঠেছে কর্ণফুলী নদীর ষোলটি জেটি।

ওয়াটার ট্রান্সপোর্ট সেল কর্তৃপক্ষ জানায়, ৪৮টি বিদেশী জাহাজ বন্দরের বহি:নোঙ্গরে অবস্থান করছে। এসব বিদেশী জাহাজ থেকে ছোট ছোট লাইটার জাহাজে করে চিনি, লবণ, ডাল জাতীয় খোলা পণ্য কর্ণফুলী নদীতে আনা হয়।

সমুদ্র উত্তাল থাকায় গেলো আটদিন লাইটার জাহাজ গভীর সমুদ্রে যেতে পারেনি। তবে পণ্য খালাস শুরু হলেও জট কাটাতে বেশ কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডেও জমা পড়েছে প্রায় সাড়ে ৪২ হাজার কন্টেইনার। জট কমানোর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন ব্যবসায়িরা।

Exit mobile version