পাবনার ঈশ্বরদীতে ট্রেনে গুলি করে ও বোমা হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় সাজাপ্রাপ্ত ৮ আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন।
দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন আসামিরা। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক রুস্তম আলী। আসামিদের মধ্যে পাঁচজন যাবজ্জীবন ও তিনজন ১০ বছর করে কারাদণ্ডপ্রাপ্ত। এ নিয়ে সাজাপ্রাপ্ত ৪০ আসামি গ্রেফতার হল। পলাতক আছে আরও সাতজন।
১৯৯৪ সালে ঈশ্বরদী রেলওয়ে জংশনে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে হামলা হয়। এই ঘটনায় করা মামলায় গেল ৩ জুলাইন ৯ জনকে মৃত্যুদণ্ড, ২৫ জনকে যাবজ্জীবন ও ১৩ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে মারা গেছেন পাঁচজন।
Leave a reply