শ্রীদেবীর মৃত্যু নিয়ে রহস্য: মুখ খুললেন বনি কাপুর

|

বলিউডের প্রথম নারী সুপারস্টার শ্রীদেবীর আকস্মিক মৃত্যুর খবর পা্ওয়া যায় গত বছরের ২৪ ফেব্রুয়ারি ভোর রাতে। তবে তার এই অকাল মৃত্যু মেনে নিতে পারেনি তার পরিবার ও ভক্তরা।

পরিবার ও ভক্তদের দাবি, শ্রীদেবীর মৃত্যু রহস্য উদ্ঘাটন করা হোক।

শ্রীদেবীর মৃত্যুর পর ময়নাতদন্ত রিপোর্টে থেকে জানা যায়, দুবাইয়ের এক হোটেলে গোসল করতে গিয়ে দুর্ঘটনাবশত পানিতে ডুবে শ্রীদেবীর মৃত্যু হয়। ওই সময়ে ৫৪ বছর বয়সী এই নায়িকার মৃত্যু কেউ মেনে নিতে পারেনি।

তবে কিছুদিন আগে ডিজিপি ঋষিরাজ সিং দাবি করেন, খুন হয়েছেন শ্রীদেবী।

তিনি বলেছেন, শ্রীদেবীর মৃত্যু আকস্মিক নয়। এটা ঠান্ডা মাথায় খুন। শ্রীদেবীর মৃত্যু নিয়ে তার কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে।

আর এই দাবি করা মাত্রই শোরগোল শুরু হয়ে যায় বলিউড পাড়ায়। ঘটনার বিষয়ে জানতে উৎসুক হয়ে পড়ে সংবাদমাধ্যমগুলোও।

এই বিষয়েই শুক্রবার বনি কাপুরের কাছে ঋষিরাজ সিংয়ের এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে ভিত্তিহীন গল্পের কোনো উত্তর দিতে চান না বলে সাফ জানিয়ে দেন।

সম্প্রতি কেরল জেলের ডিজিপি ঋষিরাজ সিং শ্রীদেবীর মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য দেন।

তিনি জানান, তার বন্ধু ডক্টর উমাদাথন একজন অভিজ্ঞ ফরেনসিক বিশেষজ্ঞ। তার কাছে শ্রীদেবীর মৃত্যু কারণ জানতে চেয়েছিলেন তিনি। এই বিশেষজ্ঞ জানিয়েছে, এই মৃত্যু স্বাভাবিক নয়। আবার দুর্ঘটনাবশত মৃত্যুও নয়। হতে পারে তাকে খুন করা হয়েছে।

এদিকে বিশেষজ্ঞের মতে, এক ফুট পানিতে ডুবে কোনো মানুষ মারা যেতে পারে পারে না।

তার দাবি, কেউ মাথা বা পা টেনে ধরে ডুবিয়ে না দিলে এক ফুট জলে ডুবে মারা যেতে পারেন না শ্রীদেবী। তার মৃত্যুর সঙ্গে জড়িত থাকতে পারেন বনি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply