Site icon Jamuna Television

আজ থেকে ২৭ জেলার বাসিন্দারা পাচ্ছেন স্মার্টকার্ড

আরও ২৭টি জেলায় বাসিন্দারা আজ শুক্রবার থেকে পাচ্ছেন ডিজিটাল জাতীয় পরিচয়পত্র বা স্মার্টকার্ড। সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

নির্বাচন কমিশন সেমিনার কক্ষে ৮টি জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে নিজ নিজ এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন জেলা প্রশাসকরা।

সিইসি জানান, ডিজিটাল জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে নাগরিকদের সব ধরনের আধুনিক সুবিধা নিশ্চিত হবে। একই সাথে পরিচয়ও আরো সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার। স্মার্ট কার্ড সংগ্রহে নির্বাচন কমিশনের ওয়েবসাইট (www.ec.org.bd) থেকে বিস্তারিত তথ্য জানা যাবে।

Exit mobile version