বিশ্বকাপ শেষেও বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডারের মসনদে সাকিব

|

বিশ্বকাপ শেষেও বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডারের মসনদে সাকিব আল হাসান। দ্বিতীয় স্থানে থাকা ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের সঙ্গে তার রেটিং পয়েন্টের ফারাক ৮৭।

সোমবার ওয়ানডে অলরাউন্ডার র‌্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। তাতে ৩১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের সদস্য স্টোকস। ৪০৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন সাকিব।

অলরাউন্ডার ক্যাটাগরিতে তিন নম্বরে অবস্থান আফগানিস্তানের মোহাম্মদ নবীর। তার রেটিং পয়েন্ট ৩১০। চারে থাকা পাকিস্তানের ইমাদ ওয়াসিমের পয়েন্ট ২৯৯।

এ র‌্যাংকিংয়ে সবচেয়ে অধপতন হয়েছে আফগান লেগস্পিনার রশিদ খানের। বিশ্বকাপের আগে সবার ওপরে ছিলেন তিনি। তবে টুর্নামেন্ট শুরুতেই তাকে সাকিবকে সিংহাসন ছেড়ে দিতে হয়। র‌্যাংকিংয়ের চূড়ায় থেকে দ্বাদশ আসর শুরু করেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয়।

ক্রিকেটের সর্বোচ্চ আসরে পুরোপুরি ফ্লপ রশিদ। ফলে পাঁচ নম্বরে নেমে গেছেন তিনি। অথচ শুরুতেও দ্বিতীয় স্থানে ছিলেন মায়াবি স্পিনার। এখন তার পয়েন্ট ২৮৮।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply