Site icon Jamuna Television

কোম্পানীগঞ্জে খালের উপর অবৈধ বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে খালের উপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলার মুছাপুর ইউনিয়নের বাংলাবাজারের খালের উপর গড়ে ওঠা বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ এ অভিযান পরিচালনা করা হয় ।

জানা যায়, বাংলাবাজারের পশ্চিম পাশে কচ্ছপদের বাড়ি থেকে পূর্ব বাজার স্কুল গেইট পর্যন্ত ওই খালের উপর বেশ কয়েকটি স্থাপনা নির্মাণ করে সেখানে বিভিন্ন ব্যবসা চালিয়ে আসছিলো ব্যবসায়ীরা। মঙ্গলবার দুপুরে বাজারের জিরোপয়েন্ট থেকে স্কুল গেইট পর্যন্ত অন্তত ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন।

উচ্ছেদ বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে খালের উপর গড়ে ওঠা বেশ কয়েকটি বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। যেগুলো বাকি রয়েছে সেগুলো উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে উচ্ছেদের ব্যবস্থা করা হবে।

Exit mobile version