সাপে কেটেছে? একদম ঘাবড়াবেন না। বেশি ঘাবড়ালেই বিষ বেশি ছড়াবে। রাসেল ভাইপারভ চাড়া সব সাপেরই বিষের অ্যান্টিভেনম আছে। ২৪ ঘন্টার মধ্যেই চিকিৎসা শেষে ফিরে আসবেন। (রাসেল ভাইপার বাংলাদেশে বিলুপ্ত সাপ। তবে রাজশাহীতে কয়েকবার নতুন করে পাওয়া গেছে। ফরিদপুরে পাওয়া গেছে কিছুদিন আগে। বন্যার জল-স্রোতে এরা আবার ছড়িয়ে পড়তে পারে দেশময়।)
-সাপেকাটা জায়গা ধুয়ে ফেলুন সাবান দিয়ে।
-ব্লেড দিয়ে কাটবেন না। চুষে রক্ত বের করবেন, এমন চিন্তা ভুলে যান।
-যেখানে কামড়াবে সেখানকার নাড়াচাড়া বন্ধ রাখুন। হাতে কামড়ালে হাত নাড়ালে বিষ দ্রুত ছড়িয়ে যায়। হাত একদম নাড়াবেন না। পায়ে কামড়ালে হাঁটবেন না।
-সাপে কাটা স্থানে ভুলেও এসিড ঢালবেন না। মরিচের গুড়ো দিবেন না। কার্বলিক এসিডে ঝলসাবেন না। কোন ফলের বীজ, সর্পরাজ তেল, গুটি, আটি, বড়ি, তাবিজ কিছুই লাগাবেন না।
-সাপটাকে পারলে চিনে রাখুন। ডাক্তারকে বললে চিকিৎসা পেতে সুবিধা হবে। তবে ধরতে যাবেন না। মেরেও ফেলার দরকার নাই।
-মৃত সাপকে ধরতে যাওয়া নিরাপদ নয়। এরা মৃত্যুর ভান করে শুয়ে থাকতে পারে।
-জীবিত সাপটি ধরে ওঝার কাছে যাবেন, এমন চিন্তা থাকলেও ঝেড়ে ফেলুন। ওঝা সাপের বিষ নামাতে পারে না।
-ওঝারা অনেক রোগী ভালো করে। যেগুলো আসলেই বিষাক্ত সাপের কামড় ছিল না। বিষাক্ত হলে একটা সময় বুঝতে পারে তখন নানা অজুহাত নাগ-নাগিনীর কথা বলে এরা হাসপাতালে রোগী রেফার করে। আমরা হাসপাতালে অনেককে পাই যারা একেবারে শেষ মুহুর্তে আসে। ওঝার কাছে গিয়ে জীবন খুইয়ে ফেলার পরিস্থিতি তৈরি করে আসে।
Leave a reply