থাইল্যান্ডে ৫ বছরের সামরিক শাসনের অবসান

|

Thailand's Prime Minister Prayuth Chan-ocha prays before a military parade marking his retirement as commander in chief of the Royal Thai Army at the Chulachomklao Royal Military Academy in Nakornnayok September 29, 2014. Thailand's army chief prime minister, General Prayuth Chan-ocha, hands over command of the army this week to a trusted ally and steps into civilian politics as head of a government likely to soon face pressure to turn around a sputtering economy. REUTERS/Athit Perawongmetha (THAILAND - Tags: POLITICS MILITARY TPX IMAGES OF THE DAY) - GM1EA9T16F101

থাইল্যান্ডে বেসামরিক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন প্রয়ুথ চ্যান ওচা। এর আগে দেশটিতে পাঁচ বছরের সামরিক শাসনের অবসান এবং গণতন্ত্রের নতুন সূচনা ঘোষণা করেন তিনি।

মঙ্গলবার (১৬ জুলাই) রাজা মহা ভাজিরালংকর্ন শপথ পড়ান প্রধানমন্ত্রীসহ ৩৬ সদস্যের মন্ত্রিসভাকে। দুজিত প্রাসাদে রাজার প্রতি বিশ্বস্ততা ঘোষণা করেন মন্ত্রীরা।

এর মধ্য দিয়ে নির্বাচনের প্রায় চার মাস পর আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করলো সেনা সমর্থিত দল ‘পালং প্রচারথ পার্টি’। মার্চের নির্বাচনে পার্লামেন্টের নিম্নকক্ষে স্বল্প ব্যবধানে জেতায় আরও ১৯ দলের সমর্থনে জোট সরকার গঠন করেছে দলটি। যদিও গুরুত্বপূর্ণ সব মন্ত্রণালয় থাকছে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে।

এর আগে সেনা নিয়ন্ত্রিত উচ্চকক্ষ সিনেট, প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয় প্রয়ুথ চ্যান ওচাকে। ২০১৪ সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে প্রথম থাইল্যান্ডের ক্ষমতায় আসেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply