এবছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় বিদেশের কেন্দ্রের পাসের হার বেড়েছে। এবছরের পাসের হার ৯৪.০৭ শতাংশ। গতবছর পাসের হার ছিল ৯২.২৮।
২০১৯ এইচএসসি পরীক্ষায় আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮টি কেন্দ্র থেকে মোট ২৭০ জন অংশ নিয়েছিল। গত বছর ২৮৫ জন বিদেশে কেন্দ্রে পরীক্ষার্থীর মধ্যে পাস করেছিল ২৬৩ জন।
এবছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার পাশের হার ৭৩.৯৩ শতাংশ। এছাড়া এইচএসসিতে জিপিএ ৫ পেয়েছে ৪৭ হাজার ৫৮৬ জন। ফলাফল বিশ্লেষণে ছাত্রদের থেকে ছাত্রীদের পাশের হার বেশি।
সাধারণ আট বোর্ডে পাসের হার ৭১.৮৫ শতাংশ। মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৮৮ দশমিক ৫৬ এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮২ দশমিক ৬২ শতাংশ।
Leave a reply