সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ

|

অধিভুক্ত সাত কলেজ বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
দুপুরে শাহবাগে সড়ক অবরোধ করে আন্দোলন করেন তারা।

আন্দোলনকারীরা জানান, সাত কলেজের অধিভুক্তি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সেই ধারাবাহিকতায় আগামীকাল থেকে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন তারা। এর আগে তারা ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে এসে শাহবাগ মোড়ে জড়ো হয়। সড়ক অবরোধ করায় শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনকারীরা জানান, অধিভুক্তির কারণে সাত কলেজের শিক্ষার্থীরা যেমন ভোগান্তির মুখে পড়েছেন তেমনি ঢাবি শিক্ষার্থীদেরও এর চরম মূল্য দিতে হচ্ছে। তাই অবিলম্বে সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবি জানান তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply