নিজস্ব প্রতিবেদক, নওগাঁ
নওগাঁর মান্দা উপজেলার ৩ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০১৯ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে কোন শিক্ষার্থী পাশ করতে পারেনি। অর্থাৎ শত ভাগ ফেল।
ফলাফল প্রকাশের পর বিকেলে ঘটনা জানাজানি হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো- মান্দা উপজেলার চকউলী স্কুল এন্ড কলেজ, চকদেব আদর্শ কলেজ ও কাঞ্চন স্কুল এন্ড কলেজ।
জানা গেছে, চকউলী স্কুল এন্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় ১৪ জন, চকদেব আদর্শ কলেজ থেকে ৯ জন ও কাঞ্চন স্কুল এন্ড কলেজ থেকে ২ জন শিক্ষার্থী অংশ নেয়।
সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষদের কাছে ফোন করলে তারা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুশফিকুর রহমান জানান, কেন শত ভাগ ফেল করলো সেটি জানতে কলেজ গুলোতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে। চিঠির জাবাব পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে জানান তিনি।
Leave a reply