সিরাজগঞ্জে পরিবহন ধর্মঘট চলছে

|

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতি’র সাথে দ্বন্দ্বের জের ধরে দ্বিতীয় দিনের মতো সিরাজগঞ্জে বাস-ট্রাকসহ সব ধরণের যান চলাচল বন্ধ রেখেছে পরিবহন মালিক-শ্রমিকরা। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

সিরাজগঞ্জ বাস মালিক সমিতির নেতারা জানান, তাদের সাথে কোনো ধরণের আলোচনা ছাড়াই সম্প্রতি ঢাকা-সিরাজগঞ্জ রুটে ‘সেবা লাইন’ ব্যানারে কয়েকটি বাস চালুর উদ্যোগ নেয় মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতি।

অনুমতি না দেয়ায় মহাখালীতে সিরাজগঞ্জের বাস কাউন্টারগুলো বন্ধ করে দেয়া হয়। এ নিয়ে দুই সমিতির মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।

এর জের ধরে গত ১৩ জুলাই থেকে সিরাজগঞ্জ-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ করে দেয় সিরাজগঞ্জ মালিক সমিতি। সমস্যা সমাধান না হওয়ায় বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকে সব রুটে বাস-ট্রাকসহ সকল ধরণের যানচলাচল বন্ধ করে দেয় পরিবহন মালিক ও শ্রমিকরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply