দাবি না মানলে ধর্মঘটের হুমকি নৌযান শ্রমিকদের

|

বরিশাল ব্যুরো

১১ দফা দাবি আদায়ে আবারো অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। তারা বলেন, আগামী ২৩ জুলাইয়ের মধ্যে তাদের দাবি মানা না হলে ওই দিন রাত ১২টা ১ মিনিট থেকেই ধর্মঘট শুরু হবে।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ব্যানারে বরিশাল নদী বন্দর এলাকায় বিক্ষোভ মিছিল বের করে নৌযান শ্রমিকরা।

মিছিল থেকে নেতাকর্মীরা বলেন, বেতন-ভাতা বৃদ্ধি সহ ১১ দফা দাবিতে গেল ১৫ এপ্রিল অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছিলেন তারা। পরে লঞ্চ মালিক, শ্রমিক ও সরকারের ত্রিপক্ষীয় বৈঠকে ৪৫ কর্মদিবসের মধ্যে তাদের দাবি মেনে নেয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দাবি বাস্তবায়ন হয়নি। তাই ৩ দিনের মধ্যে দাবি মানা না হলে পুনরায় ধর্মঘটে যাওয়ার কথা বলেন তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply