কুলাউড়া স্টেশনে আবারও ট্রেনের বগি লাইনচ্যুত

|

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়া রেল স্টেশনে আবারও ঢাকাগামী কালনি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে প্রায় দুইঘণ্টা রেল চলাচল ব্যাহত হয়। গতকাল শুক্রবার দুপুরে একইস্থানে ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছিলো।

কুলাউড়া স্টেশন মাস্টার মুহিব উদ্দিন জানান, শনিবার সকালে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কালনি এক্সপ্রেস সকাল নয়টায় কুলাউড়া রেলওয়ে স্টেশন প্লাটফর্মের উত্তর পার্শ্বে প্রবেশের আগ মুহূর্তে একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। চাকার ঘর্ষণে রেল লাইনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। প্রায় দুইঘন্টা ট্রেন চলাচল ব্যাহত হয়। সকাল ১১টায় ক্ষতিগ্রস্ত বগিটি রেখে কালনি ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

কুলাউড়ায় এলাকায় বার বার ট্রেন লাইনচ্যুতির ঘটনায় যাত্রীদের মাঝে হতাশা ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। এর আগে গত ২৩ জুন কুলাউড়ার বরমচাল এলাকায় দুর্ঘটনা কবলিত হয় ঢাকাগামী আন্ত:নগর উপবন এক্সপ্রেস। সেই ঘটনায় নিহত হন ৪জন। আহত হয়েছে দুই শতাধিক যাত্রী। সেই ঘটনার ১৫ দিনের মাথায় গত ৭ জুলাই কুলাউড়ায় গরুর সাথে ধাক্কা লেগে ঢাকাগামী আন্ত:নগর জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে প্রায় দেড়ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply