‘প্রিয়া সাহার বিরুদ্ধে আইনি ব্যবস্থা শিগগিরই’: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য

|

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওভাল অফিসে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে অসত্য তথ্য প্রদানকারী প্রিয়া সাহার বিরুদ্ধে শিগগিরই আইনগত ব্যবস্থা নেবে সরকার।

রোববার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় মুঠোফোনে যুক্ত হয়ে এ কথা বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।

তিনি বলেন, প্রিয়া সাহার বক্তব্য নিন্দাজনক এবং তা প্রত্যাখ্যান করছি। তিনি তার বক্তব্যে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করেছেন। তিনি কেন এ অভিযোগ করেছেন সেটিও বোধগম্য নয়।

তিনি আরো বলেন, প্রিয়া সাহার মিথ্যা অভিযোগ নিন্দাজনক এবং তা প্রত্যাখ্যান করছি। একইসঙ্গে বলতে চাই, শিগগিরই তার বিরুদ্ধে সরকার আইনি ব্যবস্থা নেবে।

ইন্টার রিলিজিয়ার হারমোনি সোসাইটি আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মিঞা মুজিবুর রহমান, এখানে আরো বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সেক্রেটারি জেনারেল মনোরঞ্জন ঘোষাল প্রমুখ।

প্রসঙ্গত গত ১৬ জুলাই ধর্মীয় নিপীড়নের শিকার ২৭ ব্যক্তির সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা প্রিয়া সাহা মার্কিন প্রেসিডেন্টকে বলেন, আমি বাংলাদেশ থেকে এসেছি। বাংলাদেশে তিন কোটি ৭০ লাখ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান নিখোঁজ রয়েছেন। দয়া করে আমাদের লোকজনকে সহায়তা করুন। আমরা আমাদের দেশে থাকতে চাই।

কারা এমন নিপীড়ন চালাচ্ছে? ট্রাম্পের এমন প্রশ্নের জবাবে প্রিয়া সাহা বলেন, ‘দেশটির মৌলবাদীরা এসব করছে। তারা সবসময় রাজনৈতিক আশ্রয় পাচ্ছে।’

প্রিয়া সাহার দেয়া বক্তব্যের সমালোচনা করে বর্তমান সরকারের আমলে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির বহু উদাহরণ সোশ্যাল মিডিয়া তুলে ধরছেন নেটিজেনরা।

‘৭১-এর চেতনায় গঠিত যে দেশে সব ধর্মের নাগরিক সমান অধিকারে সহাবস্থান করে বিশ্বে অসাম্প্রদায়িকতার মডেল হিসেবে পরিণত হয়েছে সেই দেশ নিয়ে মার্কিন প্রেসিডেন্টের কাছে প্রিয়া সাহার এমন বক্তব্য কখনই মেনে নেয়ার মতো নয় বলেও অভিমত দিচ্ছেন সচেতনরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply