সিরিয়ান সেনাবাহিনীর একটি ঘাঁটি সংলগ্ন বাংকারে ইসরায়েলি বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে সিরীয় ও ইসরায়েলি কয়েকটি সংবাদমাধ্যম। মার্কিন ও রাশিয়ান একাধিক সংবাদমাধ্যম খবরটি প্রকাশ করেছে।
টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে আজ শনিবার মার্কিন সংবাদমাধ্যম স্কাইনিউজকে উদ্ধৃত করে বলা হয়েছে, সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণ-পশ্চিম এলাকার ওই বাংকারে ৫টি ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইসরায়েলি যুদ্ধবিমান। লেবাননের আকাশসীমা থেকে ক্ষেপণাস্ত্রগুলো ছোঁড়া হয়।
এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আল ইখবারিয়া ৫টি ক্ষেপণাস্ত্র দামেস্কের নিকটবর্তী একটি সেনা ঘাঁটির কাছে এসে পড়ার খবর নিশ্চিত করে জানিয়েছে দু’টি ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগেই ধ্বংস করা হয়েছে।
তবে এই হামলা আকাশ নয়, বরং ভূমি থেকে করা হয়ে থাকতে পারে বলে মনে করছে সিরীয় কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্য ভিত্তিক আল মাসদার নিউজের বরাতে রাশিয়া টুডে জানিয়েছে, টার্গেটকৃত ঘাঁটিটি সিরীয় সেনাদের গোলাবারুদের গুদাম হিসেবে ব্যবহৃত হচ্ছে।
Leave a reply