Site icon Jamuna Television

বৃষ্টি চেয়ে কালিগঞ্জে ইস্তিস্কার নামাজ আদায়

বর্ষা মৌসুম শেষ হতে চললেও কাঙ্খিত বৃষ্টির দেখা না মেলায় কৃষকসহ সর্বস্তরের মানুষ চরম হতাশায় দিন যাপন করছেন। প্রকৃতির এই বিরূপ আচরণ থেকে রেহাই পেতে ও মহান আল্লাহর করুণা লাভের আশা নিয়ে সাতক্ষীরার কালিগঞ্জে ইস্তিস্কার নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার দুপুরে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মুড়াগাছা এলাকার মুসল্লিদের অংশগ্রহণে মুড়াগাছা বিলে ইস্তিষ্কার নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে আল্লাহর কাছে মুসলিম উম্মাহর জন্য ক্ষমা ও রহমত কামনা করা হয়। এছাড়া বৃষ্টি কামনা করে মোনাজাত করা হয়। নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা রবিউল ইসলাম।

নামাজ শেষে উপস্থিত মুসল্লিরা জানান, এখন শ্রাবণ মাস, পুরো বর্ষাকাল। এই সময় বৃষ্টির পানিতে খাল-বিল ভরে থাকে। সেই পানি দিয়ে আমন ধান রোপনের জন্য বীজতলা তৈরিসহ চাষাবাদের কাজ করা হয়ে থাকে। কিন্তু এ বছর অনাবৃষ্টি ও খরার কারণে সবকিছুই থেমে আছে। এই প্রাকৃতিক বিপর্যয় ও বৈরী আবহাওয়া থেকে রক্ষা ও আল্লাহর বিশেষ রহমত পেতে দোয়া ও এস্তেগফার নামাজ আদায় করেছি।

Exit mobile version