ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথে রয়েছেন লন্ডনের সাবেক মেয়র বরিস জনসন। গত এক মাস ধরে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী জেরমি হান্ট এবং বরিসের মধ্যে লড়াই শেষে আজ সোমবার কনজার্ভেটিভ পার্টির ভোটাভুটি শেষ হবে।
দলের ১ লাখ ৬০ হাজার তৃণমূল নেতা ভোটে অংশগ্রহণ করেন। তাদের ভোটেই নির্ধারিত হচ্ছে পরবর্তী প্রধানমন্ত্রী। কাল ভোটের ফলাফল ঘোষণা করা হবে।
তবে সর্বশেষ প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে, বরিস জনসন নিশ্চিতভাবেই জয় পেতে যাচ্ছেন প্রতিপক্ষের চেয়ে বেশি ভোট পেয়ে। এমন খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
Leave a reply