জামালপুরের বকশীগঞ্জে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ শিপন মিয়া নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার ভোরে বকশীগঞ্জ উপজেলার লাউচাপড়া ডুমুরতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত শিপন মিয়া শেরপুর সদর উপজেলার মুন্সীরচর গ্রামের জামাল উদ্দিনের পুত্র।
জামালপুরের পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন আজ দুপুরে তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান, রোববার রাতে শিপন গ্রেফতার হলে তাকে নিয়ে মাদক ও অস্ত্র উদ্ধারের জন্য ডুমুরতলা নামক স্থানে নেওয়ার সময় তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পালানোর চেষ্টা কালে গুলিবিদ্ধ হয় শিপন। আহত শিপনকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
নিহত শিপনের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক, নারী নির্যাতনসহ মোট ১৪টি মামলা রয়েছে।
হামলায় পুলিশের ৫ সদস্য আহত হয়। আহতদের মধ্যে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ, এস আই রাজু আহাম্মেদ, কনস্টবল রাসেল নকরেট ও মিজানুর রহমানকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ১টি পাইপগান, একটি মোটরসাইকেল ও ৩০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
নিহতের লাশ ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Leave a reply