জাবি প্রতিনিধি:
‘জেগেছে রে জেগেছে, জাহাঙ্গীরনগর জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’। ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে।’ ‘হল চাই হল হবে, প্রকৃতিও রক্ষা পাবে।’ ‘গাছ কেটে হল নির্মাণ, মানি না মানব না।’ ‘গাছপালা ধ্বংস করে উন্নয়ন চলবে না’- এমন সব শ্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করেছে।
বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প নিয়ে নানা বিতর্কের মধ্যেই আজ সকাল থেকে টারজান পয়েন্টে ছাত্রী হলের জন্য নির্ধারিত জায়গায় গাছ কাটা শুরু করে প্রশাসন। এরই প্রতিবাদে আজ বিকেল পাঁচটার দিকে প্রীতিলতা হলের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি টারজান পয়েন্ট, সমাজবিজ্ঞান অনুষদ হয়ে শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। আগামীকাল সকাল সাড়ে ১১ টায় টারজান পয়েন্ট থেকে শিক্ষক- শিক্ষার্থী ঐক্যমঞ্চ- এর ব্যানারে বিক্ষোভ মিছিল করার ঘোষণাও দেয়া হয়েছে।
Leave a reply