বান্দরবানের সরৈ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলীর বড় ছেলে মো. আলমগীরকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনাটি নিশ্চিত করেছেন সরৈ ইউপি চেয়ারম্যান মো. ফরিদ উল আলম।
জানা যায়, নিহত আলমগীরের পিতা-মাতা হজ্ব পালনের উদ্দেশ্যে এখন সৌদি আরবে রয়েছেন। তবে কে বা কারা হত্যার সঙ্গে জড়িত তাৎক্ষণিকভাবে সেটা জানা যায়নি।
ইউপি চেয়ারম্যান মো. ফরিদ উল আলম বলেন, পুলিশকে খবর দেয়া হয়েছে।

