Site icon Jamuna Television

বান্দরবানে ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের ছেলেকে জবাই করে হত্যা

বান্দরবানের সরৈ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলীর বড় ছেলে মো. আলমগীরকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনাটি নিশ্চিত করেছেন সরৈ ইউপি চেয়ারম্যান মো. ফরিদ উল আলম।

জানা যায়, নিহত আলমগীরের পিতা-মাতা হজ্ব পালনের উদ্দেশ্যে এখন সৌদি আরবে রয়েছেন। তবে কে বা কারা হত্যার সঙ্গে জড়িত তাৎক্ষণিকভাবে সেটা জানা যায়নি।

ইউপি চেয়ারম্যান মো. ফরিদ উল আলম বলেন, পুলিশকে খবর দেয়া হয়েছে।

Exit mobile version