Site icon Jamuna Television

রাস্তায় স্বামী-স্ত্রীর তর্কাতর্কি, সাথে শিশু থাকায় ‘ছেলেধরা’ সন্দেহে থানায় সোপর্দ

কিছুদিন আগে হয়েছে ডিভোর্স। আবারও সম্পর্ক জোড়া লাগানো যায় কিনা এনিয়ে আলোচনা করতে স্ত্রী তার সম্পর্কে বোন হওয়া এক শিশুকে সাথে নিয়ে দেখা করতে আসে স্বামীর সাথে। আলোচনার একপর্যায়ে দুজনের মধ্যে চলে উচ্চবাক্য, তর্কাতর্কি। এই সময়ই ঘটে বিপত্তি। এলাকাবাসী তাদের ঘিরে ধরে। সাথে শিশু থাকায় মনে করে এই দম্পতি ‘ছেলেধরা’। এলাকাবাসীকে তারা ছেলেধরা না বুঝানোর চেষ্টা করলেও শুনেনি এলাকাবাসী। শেষপর্যন্ত ঐ শিশুসহ তাদের থানায় সোপর্দ করা হয়। এ ঘটনা ঘটে রাজশাহীর গোদাগাড়ীতে।

জানা যায়, স্বামী এহসান আলী এবং স্ত্রী সেলিনা খাতুন এর ডির্ভোস হয় কিছুদিন আগে। তারা সর্ম্পক জোড়া লাগাতে বুধবার সকালে গোদাগাড়ী উপজেলার প্রেমতলী গ্রামে মিলিত হয়। ঐ দম্পতির মধ্যে ঝগড়া শুরু হলে এলাকাবাসী আটক করে। সাথে শিশু থাকায় ছেলেধরা মনে করে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

Exit mobile version