মন্ত্রণালয়ে ডিজিটাল হাজিরা, ফাঁকি দিলেই বেতন কাটা

|

পরিকল্পনা মন্ত্রণালয়ে চালু হলো ডিজিটাল হাজিরা পদ্ধতি। এর আগে পরিকল্পনা মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারীরা হাজিরা খাতায় ম্যানুয়ালি সই করতেন। এছাড়া এখন থেকে অফিস ফাঁকি দিলেই বেতন কাটা হবে।

এখন থেকে অফিসে প্রবেশ ও বের হওয়ার সময় সব কর্মকর্তা-কর্মচারীদের ডিজিটাল হাজিরায় বৃদ্ধাঙ্গুলির ছাপ দিতে হবে।

বুধবার বৃদ্ধাঙ্গুলির ছাপ দিয়ে ডিজিটাল এ হাজিরা কার্যক্রমের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের চত্বরে ১০টি ভবনে ডিজিটাল হাজিরার ব্যবস্থা থাকবে।

এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, সব ক্ষেত্রেই এখন ডিজিটালাইজেশন হচ্ছে। সেই ধারাবাহিকতায় পরিকল্পনা মন্ত্রণালয়ে ডিজিটাল হাজিরা চালু হলো।

ডিজিটাল হাজিরা পদ্ধতির মাধ্যমে কাজের গতি আরও বাড়বে আশা প্রকাশ করে মন্ত্রী বলেন, ডিজিটাল হাজিরা পদ্ধতি নিঃসন্দেহে ভালো উদ্যোগ। সবাই সময় মতো অফিসে আসবেন ও কাজ করবেন। আশা করি এর মাধ্যমে কাজের গতি আরও বাড়বে।

১ আগস্ট থেকে পরিকল্পনা মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারীদের সকালে অফিসে প্রবেশের সময় এবং ছুটি শেষে যাওয়ার সময় বাধ্যতামূলকভাবে ডিজিটাল হাজিরা দিতে হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply