বেনাপোল প্রতিনিধি:
ভারত থেকে অবৈধভাবে আসা ২০০ কেজি যৌন উত্তেজন ট্যাবলেট ভায়াগ্রার চালান আটক করেছে বোনাপোল কাস্টমস কর্তৃপক্ষ।
আজ বুধবার দুপুরে বেনাপোল কাস্টমস ক্লাবে এক সংবাদ বিঞপ্তিতে কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।
কাস্টমস সুত্র জানায়, ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান রেড গ্রীন ইন্টারন্যাশনাল, ভারত থেকে ৫’শ কেজি ফ্লেবার আমদানি করেন। পণ্য চালানটি রাজস্ব পরিশোধ করে বন্দর থেকে খালাশ নেয়ার সময় গোপন সুত্রে খবর পেয়ে কাস্টমস কর্মকর্তারা পন্য চালানটি গত ১৬ এপ্রিল বিকেল আটক করে।
পরে কাস্টমস কর্তৃপক্ষ নিজস্ব ল্যাবে পরীক্ষা করে আটকৃত পণ্যে ২’শ কেজি ভায়াগ্রার উপস্থিতি পায় তারপর অধিকতর পরীক্ষার জন্য তা খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়। কুয়েট তার পরীক্ষা শেষে পণ্যগুলোতে ৯৮% ভায়াগ্রার উপস্থিতি আছে বলে রিপোর্ট প্রদান করলে বিষয়টি নিশ্চিত হয় কাস্টমস কর্তৃপক্ষ।
এ ঘটনায় সংশ্লিস্ট সিএন্ডএফ এজেন্ট আহাদ এন্টারপ্রাইজ’র লাইসেন্স সাময়িক বাতিল করে বিষয়টি অধিকতর তদন্তের জন্য যুগ্ম কমিশনারের নেতৃত্বে ৭ সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে ফৌজদারী মামলা করা হবে বলেও জানায় কাস্টমস কর্তৃপক্ষ।
Leave a reply