কতদিন টিকবেন জনসন?

|

কতদিন টিকবেন জনসন?

বরিস জনসন যুক্তরাজ্যে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এটা পুরনো খবর। এখন আলোচনায়, তিনি কতদিন টিকবেন? ব্রিটেনের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টি জনসনেই আস্থা রেখেছে। কিন্তু, যে জটিল অংক মেলাতে পারেননি থেরেসা মে সেটি কি এত সহজে মেলাতে পারবেন জনসন?

৩১ অক্টোবরের মধ্যে ব্রেক্সিট প্রক্রিয়া শেষ করার প্রতিশ্রুতি বরিসের জনসন। জনসনের মনোভাব, চুক্তিতে উপনীত হতে পারলে ভালো, না হলে চুক্তি ছাড়াই হবে ব্রেক্সিট। কিন্তু, অনেকেই মনে করেন অক্টোবরেই পতন হবে জনসনের!

গার্ডিয়ান পত্রিকার কলাম লেখক রাফায়েল বের মনে করেন, বরিস জনসন ৩১ অক্টোবরের মধ্যে ব্রেক্সিট কার্যকর করতে পারবেন না। ওই তারিখের মধ্যে যুক্তরাজ্য হয়তো ইউরোপীয় ইউনিয়নের প্রতি তার দায়বদ্ধতার বিষয়গুলো বাতিল করতে পারবে। কিন্তু, ব্রেক্সিট এত সহজেই সম্পন্ন হচ্ছে না।

কর্ম সম্পাদনে গড়িমসি করার জন্য কুখ্যাতি আছে জনসনের। অন্তত তার কলিগদের কাছে। তারা জনসনের ওপর জনসনের পুরোপুরি ভরসা রাখতে পারছেন না- এমনটাই লিখেছেন রাফায়েল। শুধু তাই নয়, জনসনের আমলে ডাউনিং স্ট্রিটে বিশৃঙ্খলা দেখা দিতে পারে এমনও মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। বরিস জনসন সংক্ষিপ্ত সময়ের জন্য থাকলেও সেই বিশৃঙ্খলার ফল হতে পারে দীর্ঘমেয়াদি।

তবে, এ মতের পাল্টা মতও আছে। অনেক বিশ্লেষকই মনে করেন বিশ্ব এখন ডোনাল্ড ট্রাম্প, বরিস জনসনদের মতো নেতাদেরই পছন্দ করে। এরা বর্ণবাদী, উগ্র জাতীয়তাবাদী আচরণের কারণে একটা বড় অংশ মানুষের কাছে জনপ্রিয়। সাধারণত উদার, সংস্কৃতিমনা ও সচেতন নাগরিকরা এদের পছন্দ করেন না। কিন্তু, তারা আবার একাট্টাও থাকতে পারেন না। ফলে টিকে যেতে পারেন জনসন।

গোটা বিষয়টা মি. জনসন কীভাবে সামলান সেটিই এখন দেখার বিষয়। তবে, রাজনৈতিকভাবে তিনি যে ভীষণ চালাক সেটি আর না বললেও চলছে।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply