হাসপাতালের বাথরুমে পড়ে থাকা শিশু পেলো নতুন বাবা-মা

|

ঢাকা শিশু হাসপাতালের বাথরুমে পড়ে থাকা শিশু নতুন বাবা-মা পেয়েছে। আজ আদালতের মাধ্যমে নি:সন্তান এক দম্পতি শিশুটিকে দত্তক নেন। তবে ওই বাবা-মা নিজেদের পরিচয় প্রকাশ করতে চান না বলে জানিয়েছেন তাদের আইনজীবী মলয় সাহা।

তিনি বলেন, ওই দম্পতি তেজগাঁও এলাকায় থাকেন। স্বামী ব্যবসা করেন। আর স্ত্রী গৃহিনী। দুইজনেরই মার্স্টাস ডিগ্রি রয়েছে। মিডিয়ার মাধ্যমে ওই শিশুর খোঁজ পান এই দম্পতি। পরে অভিভাবকত্ব পেতে আদালতের দ্বারস্ত হন।

আইনজীবী মলয় সাহা জানান, শিশুটির অভিভাবকত্ব পেতে মোট প্রার্থী ছিলো আটজন। সেখান থেকে পরে তিনজনে আসে। এরমধ্যে একজন আর আদালতে আসেননি। বাকি দুইজনের মধ্যে আদালত এই দম্পতিকে শিশুর দায়িত্ব দেন।

আইনজীবী আরো বলেন, বয়স কম বিবেচনা, শিক্ষাগত যোগ্যতা ও পারিবারিক অবস্থা বিবেচনায় শিশুর অভিভাবকত্ব নির্ধারণ করেছেন আদালত।

১৪ মে শিশু হাসপাতালের নোংরা বাথরুমে পড়ে থাকে সদ্য জন্ম নেয়া শিশুটি। মিডিয়ায় এই সংবাদ প্রচার হওয়ার পর অনেকে অভিভাবকত্ব গ্রহণ করতে আসে। পরে পুলিশ জানায়, আদালতের মাধ্যমে শিশুটির অভিভাবকত্ব নির্ধারণ করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply