লিবিয়া উপকূলে জাহাজডুবির ঘটনায় প্রায় দেড়শ’র মতো অভিবাসনপ্রত্যাশীর পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।
ইউএনএইচসিআর এর তথ্যমতে আরও দেড়শ’ শরণার্থী জেলেদের দ্বারা উদ্ধার হওয়ার পর কোস্টাগার্ড কর্তৃক লিবিয়াতে ফেরত গেছেন।
তবে এটি এখনো নিশ্চিত হওয়া যায়নি যে অভিবাসনপ্রত্যাশীরা একটি অথবা দুইটি জাহাজে করে লিবিয়ার রাজধানী ত্রিপোলী থেকে ১২০ কিলোমিটার দূরে আল খুমস শহর থেকে রওয়ানা দিয়েছিল।
তবে চলতি বছরে ভূমধ্যসাগরে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় জাহাজডুবির ঘটনা বলে জানিয়েছে
এরমধ্যে চলতি বছরেরই মে মাসে তিউনিসিয়া উপকূলে জাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত ৬৫ জন অভিবাসনপ্রত্যাশী মৃত্যুবরণ করেছে, এরমধ্যে মাত্র ১৬ জন শেষ পর্যন্ত বেচে ছিল বলে জানা যায়।
ইউএনএইচসিআর এর তথ্যমতে,চলতি বছরের প্রথম চার মাসেই অন্তত ১৬৪জন অভিবাসনপ্রত্যাশী লিবিয়া ও ইউরোপের এই রুটে মৃত্যুবরণ করেছে।
Leave a reply