বগুড়া মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত ২৮ রোগী

|

বগুড়া ব্যুরো
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২৮-এ পৌঁছেছে। বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত এই সংখ্যা ছিল ১৬। শুক্রবার দুপুর পর্যন্ত নতুন আরো ১২ রোগীর দেহে ডেঙ্গুর জীবাণু মিলেছে। হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার আরিফুর রহমান তালুকদার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ডাক্তার আরিফুর রহমান জানান, গেলো তিন দিনে জ্বরে আক্রান্ত হয়ে শতাধিক রোগী ভর্তি হয় এই হাসপাতালে। এদের মধ্যে ২৮ জনের শরীরে ডেঙ্গুর জীবাণু নিশ্চিত হওয়া গেছে শুক্রবার দুপুর পর্যন্ত। তারা হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন।

এই রোগীদের মধ্যে অন্তত ২৭ জনই সম্প্রতি বগুড়া থেকে ঢাকায় গিয়েছিলেন বলেও জানান এই চিকিৎসক। রোগীদের মধ্যে পরমাণু চিকিৎসা কেন্দ্র বগুড়ার মেডিকেল অফিসার ডাক্তার আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু একজন শিক্ষার্থী রয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply