ডেঙ্গু মোকাবেলায় নেতাকর্মীদের এগিয়ে আসার নির্দেশ কাদেরের

|

ডেঙ্গুর বিষয়ে দায়িত্বশীল পদে থেকে দায়িত্বজ্ঞানহীন কথা না বলে সমন্বিতভাবে কাজ করতে সংশ্লিষ্টদের আহবান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একই সঙ্গে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় দলীয় নেতাকর্মীদের এগিয়ে আসার নির্দেশ দেন তিনি। শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ডেঙ্গুর বর্তমান পরিস্থিতিতে জনগণ আতংকিত ও উদ্বেগের মধ্যে রয়েছে। এমন অবস্থায় ডেঙ্গু মোকাবেলায় সিটি কর্পোরেশন, স্বাস্থ্য মন্ত্রনালয়সহ সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। ডেঙ্গু নিয়ে স্বাস্থ্যমন্ত্রী এবং দক্ষিণের মেয়রের বক্তব্যকে নিজেদের মতামত বলে মন্তব্য করেন তিনি।

তবে, সংবেদনশীল মুহুর্তে দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য না দিতে পরামর্শ দেন ওবায়দুল কাদের। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় দলীয় নেতাকর্মীদের এগিয়ে আসার নির্দেশ দেন তিনি। তিনি বলেন, সচেতনতা বাড়ায় গণপিটুনির ঘটনা কমে এসেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply