বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যেসব রোহিঙ্গা বিদেশে তাদের বিরুদ্ধে ব্যবস্থা: পররাষ্ট্রমন্ত্রী

|

বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে যেসব রোহিঙ্গা বিদেশে অবস্থান করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে এমনটা জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক বিতরণে গিয়ে তিনি এ তথ্য জানান।

দূতাবাসের কিছু অসাধু ব্যক্তি রোহিঙ্গাদের পাসপোর্ট প্রদানে সহায়তা করছে মন্তব্য করে জানান তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে সরকার। দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্সে রয়েছে। তাই অসাধু কোন কর্মকর্তাকে ছাড় দেয়া হবে না।

সকালে সিলেট সদর উপজেলার ৬০ টি পরিবারকে ১০ হাজার টাকা, ২০ টি প্রতিষ্ঠান কে ২০ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করেন এবং ৭১ টি পরিবারকে ১ বান্ডেল টিন ও ৩ হাজার টাকা করে প্রদান করেন মন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply