ইসরায়েলের সাথে কোন চুক্তি মানবেনা ফিলিস্তিন: মাহমুদ আব্বাস

|

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ফাইল ছবি।

দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হওয়ার দরুণ এবার ইসরায়েলের সাথে সকল ধরনের চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। খবর এএফপির।

বৃহস্পতিবার ফিলিস্তিনের রামাল্লার পশ্চিমতীরে এক ভাষণে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ইসরায়েলের সাথে সকল ধরণের চুক্তি বাতিলের সিদ্ধান্তে আমাদের নেতারা একমত হয়েছেন। এখন থেকে ইসরায়েলের সাথে স্বাক্ষরিত কোন চুক্তিই মেনে চলবেনা ফিলিস্তিন।

এরআগে ফিলিস্তিনি কর্মকর্তারা ইসরায়েলের সাথে সকল সম্পর্ক বিচ্ছিন্ন করার হুমকি দিলেও এব্যাপারে কোন কথা বলেননি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তবে এবার এনিয়ে ‍মুখ খুললেন তিনি।

প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, এই চুক্তি বাতিলের সিদ্ধান্ত কিভাবে বাস্তবায়ন করা হবে তা নিয়ে শীঘ্রই একটি কমিটি গঠন করে আলোচনায় বসবে ফিলিস্তিনি জনগণ।

এরআগে এতদিন নিরাপত্তা ব্যবস্থা সহ বেশ কিছু ইস্যুতে ইসরায়েলের সাথে চুক্তিবদ্ধ ছিল ফিলিস্তিন।

চলতি বছরের ফেব্রুয়ারীতে ফিলিস্তিন থেকে প্রাপ্ত কর বাবদ রাজস্ব থেকে মাসে ১কোটি ডলার কমিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল।এর প্রেক্ষিতে ফিলিস্তিনিরাও মাসে ১কোটি ৮০লক্ষ ডলার রাজস্ব দিতে অস্বীকার করে। ফলে ব্যাপক সংকটে পরে ফিলিস্তিনের অর্থনীতি।

এরমধ্যে গত সোমবার ফিলিস্তিনিদের ১২টি আবাসিক ভবন মাটিতে মিশিয়ে দেয় ইসরাইল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply