Site icon Jamuna Television

গোসল করতে নেমে ধলেশ্বরীতে তলিয়ে গেলো আইডিয়াল কলেজের ৩ শিক্ষার্থী

সাভারের ব্যাংক টাউন এলাকায় ধলেশ্বরী নদীতে নেমে রাজধানীর ধানমন্ডি আইডিয়াল স্কুল এন্ড কলেজের তিন শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। নিখোঁজদের সন্ধানে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় আরো এক শিক্ষার্থী অসুস্থ আছে। তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সাভার ফায়ার সার্ভিস জানায়, সকালে রাজধানী আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে ১২ জনের এক দল শিক্ষার্থী সাভারে বেড়াতে আসে। এসময় তারা ধলেশ্বরী নদীতে গোসলে নামলে চারজন নদীতে তলিয়ে যেতে থাকে। এদের মধ্যে ইমন নামে একজন পাড়ে উঠতে পারলেও তলিয়ে যায় মেহেদি, আকাশ আর রাজন নামের তিন শিক্ষার্থী।

নিখোঁজ সকলেই বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে নিখোজদের উদ্ধারে কাজ করে যাচ্ছে।

Exit mobile version