জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে দেশের প্রথিতযশা, বরেণ্য সংগীত শিল্পী ও সঙ্গীতজ্ঞদের স্মরণে সংগীতানুষ্ঠান ’স্মরণে ও শ্রদ্ধায়’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে সংগীত চক্র ও সারগাম সংগঠনের আয়োজনে জয়পুরহাট পৌরসভা মিলনায়তনে এই সংগীতানুষ্ঠানে প্রয়াত শাহনাজ রহমতুল্লাহ, আহমেদ ইমতিয়াজ বুলবুল, সুবীর নন্দী, শাম্মী আকতার ও লাকী আকন্দকে স্মরণ ও শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানে প্রয়াত সংগীতজ্ঞদের স্মৃতিচারণ করে বক্তব্য দেন, জয়পুরহাটের বিজ্ঞ জেলা ও দায়রা জজ এমএ রব হাওলাদার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক একেএম মাহমুদুল হক। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম সোলাইমান আলী।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক একেএম মাহমুদুল হক, সারগাম সংগীত সংগঠনের শিল্পী পারভেজ দুলাল, ফরহাদ হোসেন, ফরহাদ সরকার, তুর্কী সংগীত চক্রের শিল্পী মাসুদা খানম, বিলকিস বানু লিপি, নম্রতা রানী, ডাঃ জাফর ইমাম, ডাঃ আতিকুর রহমান, ফারহানা চৌধুরী, আব্দুল্লাহ আল ওবেদী সবুজ, খাদিজা তালুকদার প্রমুখ।
Leave a reply