Site icon Jamuna Television

টাইগারদের নতুন বোলিং কোচ ল্যাঙ্গেভেল্ট

টাইগারদের নতুন বোলিং কোচ

কোর্টনি ওয়ালশের বিদায়ের পর নতুন বোলিং কোচ হিসেবে শার্ল ল্যাঙ্গেভেল্টকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দুই বছরের চুক্তিতে বাংলাদেশের বোলিং কোচ হিসেবে আসছেন এ দক্ষিণ আফ্রিকান। শনিবার বিকেলে বিসিবির গুরুত্বপূর্ণ বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অভিষেক টেস্টেই ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট নিয়ে নিজেকে চিনিয়েছিলেন ল্যাঙ্গেভেল্ট। ২০০৭ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেট নিয়ে ম্যাচ জেতানোর কথাও ক্রিকেট ফ্যানরা ভুলবেন না নিশ্চয়। টাইগারদের সাথে যাত্রা শুরুর আগে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন ল্যাঙ্গেভেল্ট।

Exit mobile version