Site icon Jamuna Television

স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা !

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরের গাংনীতে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার পুড়াপাড়া গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করে গাংনী থানা পুলিশ।

গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান, পুড়াপাড়া গ্রামের জান মোহাম্মদ মন্ডলের ছেলে ভ্যান চালক দাউদ হোসেন ও তার স্ত্রী সাহিদা খাতুনের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিলো। কলহের জেরে স্বামী দাউদ হোসেন নিজ ঘরের মধ্যে তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর সে বাড়ির পাশে একটি আম গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে, তদন্ত শেষে হত্যাকান্ডের আসল রহস্য উৎঘটন করা সম্ভব হবে বলেও জানান ওসি।

ভ্যান চালক দাউদ হোসেনের ছেলে বাদশা জানান,বাড়িতে মা বাবা দুজন বসবাস করে। কি কারণে হত্যা বা আত্মহত্যার ঘটনা ঘটেছে তিনি কিছুই জানেন না।

প্রতিবেশীরা জানান, বিকালে গুড়িগুড়ি বৃষ্টি পড়ছিলো এসময় ভ্যান চালক দাউদ হোসেন বাজার থেকে বাড়ি আসে। এরপর কি ঘটনা ঘটেছে কেউ কিছু বলতে পারছেনা। তবে হত্যাকাণ্ড নিয়ে নানা গুঞ্জন রয়েছে স্থানীয়দের মাঝে।

Exit mobile version