পরাজয়ের ম্যাচে আরও একটি দুঃসংবাদ পেলো টাইগাররা। শুক্রবার শ্রীলঙ্কায় প্রেমাদাসায় অনুষ্ঠিত ম্যাচে স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবালকে জরিমানা করেছে আইসিসি। নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে না পারায় আইসিসি ম্যাচ রেফারির ক্রিস ব্রড তামিম ও বাংলাদেশ টিমকে জরিমানা করেন।
আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী স্লো রেটের জন্য ওভার প্রতি ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা দিতে হবে। ফলে দুই ওভারের জন্য ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা দিতে হবে বাংলাদেশের ক্রিকেটারদের। তবে, নিয়ম অনুযায়ী দলের অধিনায়ক তামিমকে জরিমানা দিতে হবে দ্বিগুণ অর্থাৎ ম্যাচ ফির ৪০ শতাংশ। বাংলাদেশের অধিনায়ক দোষ স্বীকার করায় আনুষ্ঠানিক কোনো শুনানির দরকার হচ্ছে না।
ওয়ানডে ক্রিকেট থেকে লাসিথ মালিঙ্গার বিদায়ী ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৯১ রানে হেরে যায় তামিম ইকবালের দল।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ৩১৪/৮ (কুশল পেরেরা ১১১, ম্যাথিউস ৪৮, কুশল মেন্ডিস ৪৩, কুরুনারত্নে ৩৬, থিরিমান্নে ২৫, ডি সিলভা ১৮; শফিউল ৩/৬২, মোস্তাফিজ ২/৭৫)।
বাংলাদেশ: ৪১.৪ ওভারে ২২৩/১০ (মুশফিক ৬৭, সাব্বির ৬০, মোস্তাফিজ ১৮, সৌম্য ১৫, মোসাদ্দেক ১২, মিঠুন ১০, রুবেল ৬*, মাহমুদউল্লাহ ৩, মিরাজ ২, শফিউল ২, তামিম ০; মালিঙ্গা ৩/৩৮, নুয়ান প্রদীপ ৩/৫১, ডি সিলভা ২/৪৯)।
ফল: শ্রীলঙ্কা ৯১ রানে জয়ী।
Leave a reply