নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতিবিলে বেড়াতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক মোখলেছুর রহমানের সন্ধান মেলেনি। সফলতা ছাড়াই শনিবার রাতে উদ্ধার অভিযান সমাপ্ত করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রোববার আবারও উদ্ধার অভিযান চলবে।
মোখলেছুর রহমান রাজশাহী নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক। শনিবার বিকেলে রাজশাহী নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফিন্যান্স বিভাগের শিক্ষকরা নৌকা ভ্রমণে নাটোরের নলডাঙ্গার হালতিবিলে যায়। নৌকায় চড়ে বিলের খোলাবাড়িয়া এলাকায় বেড়ানোর সময় প্রচণ্ড ঢেউয়ের ধাক্কায় নৌকা থেকে পানিতে পড়ে যায় প্রাপ্তি সাহা নামে এক শিক্ষিকা। এ সময় তাকে উদ্ধারে পানিতে লাফ দেন শিক্ষক মোখলেছুর রহমান ও নৌকার মাঝি সোহাগ হোসেন। পরে মাঝি সোহাগ হোসেন শিক্ষিকা প্রাপ্তি সাহাকে উদ্ধার করলেও বিলের পানির নিচে তলিয়ে যায় শিক্ষক মোখলেছুর রহমান।
প্রাথমিকভাবে স্থানীয়রা শিক্ষককে খুঁজে না পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে শিক্ষককে উদ্ধারের জন্য অভিযানে নামে।
Leave a reply