রাশিয়ার রাজধানী মস্কোতে একটি জনসমাবেশ থেকে এক হাজারের বেশি মানুষকে আটক করেছে পুলিশ। এ ঘটনাকে, সাম্প্রতিক সময়ে দেশটিতে বিরোধী মতের ওপর সবচেয়ে বড় দমনপীড়ন হিসেবে দেখছে পশ্চিমা গণমাধ্যম।
জানা গেছে, আগামী ৮ সেপ্টেম্বর স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দেশটিতে। যাতে অংশ নিতে দেয়া হয়নি বিরোধী দলের অনেক নেতাকে। অনেককে আটকও করা হয়েছে। একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগে শনিবার মস্কোর সিটি হলে বিক্ষোভ সমাবেশের উদ্যোগ নেয় বিরোধী দল।
প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমাবেশস্থলে উপস্থিত হয় সাড়ে তিন হাজার বিক্ষোভকারী; শুরু হয় ধরপাকড়। বিক্ষোভ কর্মসূচিকে নিরাপত্তায় হুমকি বিবেচনায় কর্তৃপক্ষের এ কঠোর অবস্থান, জানিয়েছেন মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন। সুষ্ঠু নির্বাচনের দাবিতে গেল সপ্তাহে গোটা রাশিয়ায় বিক্ষোভে অংশ নেয় ২০ হাজারের বেশি মানুষ।
Leave a reply