৪৮ ঘণ্টার মধ্যে বন্যার পানি নিচে নেমে যাবে: দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী

|

আগামীতে ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে বন্যার পানি বিপৎসীমার নীচে নেমে যাবে। এমনটা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। আজ দুপুরে সচিবালয়ে বন্যা নিয়ে মন্ত্রনালয়ের সবশেষ রিপোর্টে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

এসময় তিনি আরো বলেন, বন্যা কবলিত ২৮ জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৪ জেলায় প্রাণহানি হয়েছে ৭৫ জনের। প্রতিমন্ত্রী জানান, বন্যার্তদের জন্য পর্যাপ্ত ত্রাণ সরবরাহ করা হয়েছে। এছাড়া বন্যা মোকাবিলায় আগামীতে বন্যা সহনীয় বাধ নির্মাণ করা হবে বলেও জানান দুর্যোগ প্রতিমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply