ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের আইন বিভাগের ছয় শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অসুস্থ হওয়া এবং ডেঙ্গুর প্রকোপ বাড়ায় তাদের টার্ম পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নাইমা হক স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
এর আগে, পরীক্ষা স্থগিতের জন্য আবেদন করেছিলো শিক্ষার্থীরা।
নোটিশে বলা হয়, ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের মাস্টার অব লজ (জেনারেল এন্ড স্পেশালাইজড) কোর্সের শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, উক্ত শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে ছয়জন অসুস্থ হওয়াসহ ডেঙ্গুর প্রকোপে আরো অসুস্থ হওয়ার ঝুঁকি থাকায় তাদের ১ম টার্ম পরীক্ষা স্থগিত করা হল। স্থগিতকৃত পরীক্ষার তারিখ পরে জানিয়ে দেয়া হবে।
Leave a reply