তৃতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ছয় হাজারি ক্লাবে প্রবেশ করেছেন মুশফিকুর রহিম। রোববার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮ রান করে এ ক্লাবে নাম লেখান বাংলাদেশের এই উইকেটকিপার ব্যাটসম্যান। জয়াসুরিয়া, ওয়ার্নার, আজহারউদ্দিন, স্টিভ ওয়াহর মতো গ্রেটদের চেয়ে কম ইনিংস খেলে এই এলিট ক্লাবে নাম লিখিয়েছেন মুশফিক। এর আগে, বাংলাদেশিদের মধ্যে তামিম ইকবাল ও সাকিব আল হাসান ওয়ানডেতে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।
এদের মধ্যে ৬ হাজার ৮৯০ রান করে শীর্ষে আছেন তামিম ইকবাল। ৬ হাজার ৩২৩ রান করে দ্বিতীয় অবস্থানে সাকিব। টেস্ট ক্রিকেটেও বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল। তিনি ৫৮ টেস্টে ৪ হাজার ৩২৭ রান করেন। ৪ হাজার ৬ রান করে দ্বিতীয় অবস্থানে মুশফিকুর রহিম। ৩ হাজার ৮০৭ রান করে সাকিবের অবস্থান ৩-এ।
বিশ্ব ক্রিকেটের ৬১-তম ব্যাটসম্যান ও ৪০-তম ডানহাতি ব্যাটসম্যান ৬ হাজারি ক্লাবে ঢুকতে মুশফিক ৭৬১৩টি বল খেলেছেন। এছাড়াও, উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে তার ৫৪৭৮ রান, ওয়ানডে ক্রিকেটে পঞ্চম সর্বোচ্চ। চার নম্বরে ব্যাট করে নিয়েছেন ৩৬০৯ রান যা দশম সর্বোচ্চ।
Leave a reply