পরীক্ষার আগেই রিপোর্টের ফাঁকা কাগজে বিশেষজ্ঞ চিকিৎসকের স্বাক্ষর-সীলমোহর!

|

বগুড়া ব্যুরো
প্যাথলজিক্যাল রিপোর্টের ফাঁকা কাগজে বিশেষজ্ঞ চিকিৎসকের সিলমোহর ও স্বাক্ষর! ল্যাব সহকারীরা প্যাথলজিকাল পরীক্ষা শেষে প্রাপ্ত ফলাফল সেই ফাঁকা কাগজে বসিয়ে দেন-রিপোর্টটি তখন হয়ে যায় বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক পরীক্ষিত। এমন অনিয়মের প্রমাণ মিলেছে বগুড়া শহরের ইসলামী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে। রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন শহরের মফিজ পাগলার মোড় এলাকার এই বেসরকারি হাসপাতালে।

অভিযানের সময় হাসপাতালটিতে আরো বেশ কিছু অনিয়মের প্রমাণ মেলে আদালতের কাছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম যমুনা নিউজকে জানান, এই হাসপাতালের রোগীসহ বাইরের অনেক রোগীর প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা এখানে করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ সেসব পরীক্ষার রিপোর্টে আগে থেকেই বিশেষজ্ঞ চিকিৎসকের স্বাক্ষর ও সিলমোহর নিয়ে রেখেছেন। রোগীরা পরীক্ষা করতে এলে ল্যাব সহকারীরা ল্যাবে যে ফলাফল পান, বিশেষজ্ঞ চিকিৎসকের স্বাক্ষরের ওপর ফাঁকা জায়গায় বসিয়ে রোগী বা তার স্বজনের হাতে রিপোর্টটি তুলে দেন। এটি রোগীদের সাথে বড় ধরনের প্রতারণা। এছাড়া হাসপাতালটি সাধারণ বর্জ্য এবং ক্লিনিক্যাল বর্জ্য নিয়ম অনুযায়ী আলাদা করে না রেখে হাসপাতালের ভেতরেই যত্রযত্র ফেলে রাখেন। হাসপাতালটিতে এধরনের বিভিন্ন অনিয়মের কারণে অভিযান শেষে দেড় লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply