রাজধানী ঢাকার বাইরে ৬১১ ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। আজ সোমবার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে দফতরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ডা. সানিয়া তহমিনা বলেন, ঢাকার বাইরে ৬১১ ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। এটি খুবই উদ্বেগজনক।
তিনি বলেন, ঢাকার বাইরে ডেঙ্গু ছড়িয়ে যাওয়া ঠেকাতে ব্যবস্থা নেয়া হচ্ছে। আজকে থেকে ডেঙ্গু পরীক্ষার ডিভাইস ঢাকার বাইরে পাঠানো হচ্ছে।
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, বেনাপোল ও চট্টগ্রামে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থার পাশাপাশি সচেতনতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান ডা. সানিয়া।
স্বাস্থ্য অধিদফতর বেসরকারি হাসপাতাল, ক্লিনিকগুলোর জন্য যে মূল্য নির্ধারণ করছে, তা পালন করা হচ্ছে কিনা, তা তদারকি করার জন্য ১০টি মনিটরিং টিম কাজ করছে বলেও জানান তিনি।
Leave a reply