Site icon Jamuna Television

সচিবের জন্য অপেক্ষা: ফেরিতে রুগী মৃত্যুর ঘটনায় ৩ তদন্ত কমিটি

স্টাফ রিপোর্টার, মাদারীপুর:

মাদারীপুরের কাঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে কুমিল্লা ফেরিতে গত বৃহস্পতিবার রাতে মুমূর্ষ রোগী স্কুলছাত্র তিতাস ঘোসের মৃত্যুর অভিযোগের ঘটনায় আলাদা ৩টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যেই সোমবার দুপুরে জেনারেল ম্যানেজার মোঃ আশিকুজ্জামানের বিআইডব্লিউটিসির ২ সদস্য বিশিষ্ট কমিটি তদন্ত কাজে নৌরুট পরিদর্শনে এসেছে।

এছাড়াও মাদারীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রট মো. শহিদুল হক পাটোয়ারীকে প্রধান করে ৪ সদস্যর তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসক। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যুগ্ম-সচিব শাহনেওয়াজ দিলরুবা খানকে প্রধান করে গঠিত হয়েছে আরও একটি কমিটি।

জানা যায়, গত বৃহস্পতিবার রাতে জেলার শিবচরের কাঠালবাড়ি যুগ্ম সচিব আবদুস সবুর-এর জন্য ফেরি ছাড়তে দেরি হওয়ায় কারণে স্কুলছাত্র তিতাস ঘোষের মৃত্যুর ঘটনার অভিযোগ উঠে ।

উল্লেখ্য, গত বুধবার বিকেলে মোটরসাইকেল দুর্ঘটনায় তিতাস গুরুতর আহত হলে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার তাকে ঢাকায় আনা হচ্ছিল। কাঁঠালবাড়ি ঘাটে ভিআইপি পারাপারের জন্য ফেরি ছাড়তে তিন ঘণ্টা দেরি হয়। এরপর ফেরি ছাড়লেও মাঝ নদীতে মৃত্যু হয় তিতাসের।

Exit mobile version