Site icon Jamuna Television

পদ্মায় স্বামী স্ত্রী নিখোঁজের ৯ দিন পর স্ত্রীর লাশ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি
দৌলতদিয়া পদ্মা নদীতে গোসলে নেমে স্বামী স্ত্রী নিঁখোজের ৯ দিন পর স্ত্রী আঞ্জুমান আরার (২০) লাশ উদ্ধার হয়েছে।
সোমবার (২৯ জুলাই) বিকেল ৩টার দিকে দৌলতদিয়া ৬নং ফেরী ঘাটে লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা। পরে সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুর রহমান জানান,দৌলতদিয়া ৬নং ফেরি ঘাটে লাশ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করি। লাশটি উদ্ধারের পর স্থানীয় ও নিহতের স্বজনরা লাশটি আঞ্জুমান আরা খাতুনের বলে শনাক্ত করেছে। ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ২১ জুলাই দৌলতদিয়া ৩ নং ফেরি ঘাটে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় স্বামী ইমন শেখ (২৪) ও তার স্ত্রী আঞ্জুমান আরা। ৯ দিন পর স্ত্রীর লাশ উদ্ধার হলেও স্বামীর লাশের সন্ধান পাওয়া যায়নি।

Exit mobile version