প্রায় আট হাজার হজযাত্রীর সৌদি আরব যাত্রা এখনও নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া হিসেব অনুযায়ী ১ লাখ ১৮ হাজার ৯২৪ জনের ভিসা নিশ্চিত করেছে সৌদি দূতাবাস।
এবার হজে যাওয়ার কথা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের। সে হিসেবে এখনও ৮ হাজার ২৭৪ জন মুসল্লির ভিসার আবেদনই সম্পূর্ণ হয়নি।
সৌদি দূতাবাস আগেই ঘোষণা দিয়ে রেখেছে, ১৭ আগস্টের পর কোনো ভিসা ইস্যু করা হবে না। ফলে এই আট হাজার হজযাত্রীর সৌদি যাওয়া নিয়ে শঙ্কা রয়েছে।
এদিকে আজ ১২টি হজ ফ্লাইটের মধ্যে এখন পর্যন্ত ছেড়ে গেছে তিনটি। এসব ফ্লাইটের অর্ধেকেরও বেশি আসন ফাঁকা ছিল। যদিও এর আগে আসন ফাঁকা থাকায় ফ্লাইট বাতিল করেছিল বিমান।
/কিউএস
Leave a reply